Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার নাম এবং ধরনঃ


ক্রমিক নং
সেবার নাম
সেবার ধরন
কোথায় আবেদন করতে হবে
টেলিফোন সেবা 

সর্বনিম্ন কলরেট,স্পষ্ট ভয়েস কোয়ালিটি,চার্জিং এর ঝামেলা নেই


সংযোগের জন্যে নিকটস্থ বিটিসিএল অফিসে যোগাযোগ করুন।
অনলাইনে আবেদনের জন্য অনলাইনে আবেদনে ক্লিক করে সাইন আপ/ সাইন ইন করুন
অথবা টেলিসেবা অ্যাপটি ডাউনলোড করুন। অনলাইনে আবেদন

টেলিফোনের সাথে জিপন ইন্টারনেট


দ্রতগতির জিপন ইন্টারনেট সংযোগ নিন টেলিফোন সংযোগের সাথে। এই সংযোগ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেওয়া হয়। সংযোগের জন্যে নিকটস্থ বিটিসিএল অফিসে যোগাযোগ করুন।
অনলাইনে আবেদনের জন্য অনলাইনে আবেদনে ক্লিক করে সাইন আপ/ সাইন ইন করুন
অথবা টেলিসেবা অ্যাপটি ডাউনলোড করুন। অনলাইনে আবেদন

টেলিফোনের সাথে এডিএসএল

 ইন্টারনেট


এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিন টেলিফোন সংযোগের সাথে। এই সংযোগ টেলিফোনে প্রচলিত কপার কেবল ব্যবহার করে দেয়া হয়।   সংযোগের জন্যে নিকটস্থ বিটিসিএল অফিসে যোগাযোগ করুন।
লিজড লাইন ইন্টারনেট

LLI (লিজড লাইন ইন্টারনেট) সেবা প্রদানের জন্যে বিটিসিএল এর দেশব্যাপী সর্ববৃহৎ অবকাঠামো রয়েছে যা সারাদেশে ইউনিয়ন পর্যন্ত উচ্চক্ষমতা সম্পন্ন রাউটার এবং সুইচযুক্ত অপটিকাল ফাইবার নেটওয়ার্ক সমন্বয়ে গঠিত


উপ-মহাব্যবস্থাপক (ব্রডব্যান্ড-১), মগবাজার বিটিসিএল অফিস, ঢাকা-১২১৭
ভিপিএন সেবা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এমন একটি প্রযুক্তি যা গ্রাহককে পাবলিক আইপি নেটওয়ার্ক এর মধ্যেই সুরক্ষিত একটি প্রাইভেট নেটওয়ার্ক সংযোগ তৈরি করে দেয়। উপ-মহাব্যবস্থাপক (ব্রডব্যান্ড-২), মগবাজার বিটিসিএল অফিস, ঢাকা-১২১৭
ট্রান্সমিশন সেবা

বিটিসিএলের একটি শক্তিশালী ব্যাকবোন ট্রান্সমিশন নেটওয়ার্ক রয়েছে যার মাধ্যমে PDH সেবা (E1, E3 ইত্যাদি), SDH সেবা (STM1, STM4, STM16, STM64 ইত্যাদি) এবং DWDM ট্রান্সমিশন ব্যান্ডউইথ সেবা প্রদান করা হয়।


পূর্ব অঞ্চলে ট্রান্সমিশন ব্যাকহল, অপটিক্যাল ফাইবার কোর, এন্টেনা এবং কোলোকেশন সংযোগের জন্যে আবেদন করুন  মূখ্যমহাব্যবস্থাপক, ট্রান্সমিশন (পূর্ব), বিটিসিএল ট্রান্সমিশন অফিস, মাহাখালী, ঢাকা-১২১৭।
পশ্চিম অঞ্চলে ট্রান্সমিশন ব্যাকহল, অপটিক্যাল ফাইবার কোর, এন্টেনা এবং কোলোকেশন সংযোগের জন্যে আবেদন করুন মূখ্যমহাব্যবস্থাপক, ট্রান্সমিশন (পশ্চিম), বিটিসিএল ট্রান্সমিশন অফিস, মাহাখালী, ঢাকা-১২১৭।
ডোমেইন ও হোস্টিং

.bd এবং .বাংলা যথাক্রমে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন এবং আইডিএন। এগুলো ইন্টারনেট জগতে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ঠিকানা।


সাপোর্ট ঠিকানাঃ domain@btcl.gov.bd
আলাপ কলিং এপ 

বিটিসিএল আইসিএক্স ও             আইজিডব্লিউ


দেশের সকল মোবাইল অপারেটর, আইওএস অপারেটর এবং বড় আইপিটিএসপি/ পিএসটিএন অপারেটরদের সেবাপ্রদান করে থাকে। অ্যাক্সেস লেভেলে অপারেটর এবং আন্তর্জাতিক ভয়েস ক্যারিয়ারদের মধ্যে লোকাল ভয়েস কলসহ আন্তর্জাতিক ইনকামিং, আউটগোয়িং এবং রোমিং ভয়েস কলের ক্ষেত্রে সুইচিং এবং রাউটিং সেবা প্রদান করা হয়।



মহাব্যবস্থাপক(আন্তর্জাতিক), বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়, টেলিযোগাযোগ ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।